চিলির দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর পুয়ের্তো মন্টেতে রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২২মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, চিলির দক্ষিণাঞ্চলের চিলো দ্বীপের কাছে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। পুয়ের্তো শহর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়েলন শহরের ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। চিলির নৌ ও সমুদ্রবিজ্ঞান সার্ভিস ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে। দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছেন কর্মকর্তারা। সূত্র : দ্য গার্ডিয়ান। এসআইএস/আরআইপি
Advertisement