রাজশাহীর চারঘাট থেকে তিন হাজার ৬৭টি ধাতব মুদ্রা এবং আটটি কাগজের নোট উদ্ধার করেছে র্যাব।র্যাব-৫ রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তিলীবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মুদ্রা উদ্ধার করে। দুপুরে ই-মেইল বার্তায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া মুদ্রাগুলোর মধ্যে ১৯০৩ থেকে ১৯১০ পর্যন্ত ৮৭৫টি, ১৮৯৬ থেকে ১৯১৯ পর্যন্ত ৬৫৮টি, ১৮৩৫ থেকে ১৮৫৮ পর্যন্ত ৩৮টি, ১৮৬২ থেকে ১৯২০ পর্যন্ত ১ হাজার ২টি, ১৯৫৩ থেকে ১৯৬৬ পর্যন্ত ৮৬টি, অস্পষ্ট ধাতব মুদ্রা ৪০৮টি, বাংলাদেশী পুরাতন অচল এক টাকার কাগজের নোট ৭টি এবং পাকিস্তানি পুরাতন অচল পাঁচ টাকার কাগজের নোট একটি।সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পাচারের উদ্দেশে প্রাচীন মুদ্রাগুলো নেওয়া হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।এসএইচএ/পিআর
Advertisement