আন্তর্জাতিক

বসতি স্থাপন বন্ধে ভোট : ১৪ দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল

অধিৃকত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের পক্ষে ভোট দেয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার এ তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের একটি প্রস্তাব পাস হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ভেনেজুয়েলা, সেনেগাল ও মিসর কর্তৃক প্রস্তাবটি শুক্রবার উপস্থাপন করা হয়েছিল।তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে শেষ মুহূর্তে এসে সমর্থন প্রত্যাহার করে নেয় মিসর। নিরাপত্তা পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগদোর লাইবারম্যান। এছাড়া ইসরায়েলের সঙ্গে বেসামরিক সমন্বয় বাতিলেরও ঘোষণা দিয়েছেন তিনি। ইরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহশন বলেছেন, আজ সারাদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশের রাষ্ট্রদূত জেরুজালেমে মন্ত্রণালয়ে আসবেন। তবে বসতি স্থাপন বন্ধে ভোটদান দেয়া থেকে বিরত না থাকলেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা হয়নি। এসআইএস/আরআইপি

Advertisement