ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টানা চার ম্যাচে সেঞ্চুরির অসামান্য কৃতিত্ব দেখালেন কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ক্রিকেটেও এমন কীর্তি আর কারও নেই।সাঙ্গাকারার আগে ওয়ানডেতে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাত্র ছয়জন। তবে বিশ্বকাপে এই কৃতিত্ব কারো ছিল না। ১৯৮৩ সালে পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তী জহির আব্বাস প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন। তারই স্বদেশী সাঈদ আনোয়ার ১৯৯৩ সালে এই কৃতিত্ব দেখান। এরপর হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও রস টেলর এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন।টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে এই ছয়জনের পাশে দাঁড়ানোর পর স্কটল্যান্ডের বিপক্ষে টানা ৪র্থ সেঞ্চুরি করে তাদের সকলকে ছাড়িয়ে গেলেন সাঙ্গাকারা।এমআর/এমএস
Advertisement