খেলাধুলা

সাঙ্গাকারা-দিলশানের ব্যাটে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

সাঙ্গাকারা-দিলশানের জোড়া অর্ধশতকে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৬৮ রান। সাঙ্গাকারা ৭১ আর দিলশান ৮৯ রান নিয়ে ব্যাট করছে। আউট হওয়ার আগে লাহিরু থিরিমান্নে করেন ৪ রান। এর আগে গ্রুপ ‘এ’থেকে আগেই শেষ চার নিশ্চিত করেছে নিউজিল্যান্ড,  অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তাই ম্যাচটিকে ধরা হচ্ছে স্রেফ আনুষ্ঠানিকতার। তবে পরিসংখ্যান নয়, বরং অভিন্ন এক লক্ষ্য নিয়েই মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ `এ`-র দুই দল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। লঙ্কানদের লক্ষ্য থাকবে স্কটিশদের বিপক্ষে বড় ব্যবধানের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশকে পেছনে ফেলা।  অন্যদিকে, স্কটিশদের লক্ষ্য লঙ্কানদের বিপক্ষে অঘটন ঘটিয়ে আইসিসি`র পূর্ণ সদস্য লাভের দিকে এগিয়ে যাওয়া। এমআর/এমএস

Advertisement