বাঘ পা পিছলে পড়ছিল১ম বন্ধু : জানিস, গতকাল বাড়ির পেছনে জঙ্গলে গিয়ে দেখি একটা বাঘ। বাঘ দেখে তো আমি ফুল স্পিডে দৌড় দিলাম। বাঘও আমার পেছন পেছন দৌড়াতে লাগলো। কিন্তু ও আমাকে ধরতে পারছিল না। যেই ধরতে যাচ্ছিল, তখনই পা পিছলে পড়ে যাচ্ছিল।২য় বন্ধু : তোর তো অনেক সাহস! আমি হলে তো ওখানেই ভয়ে হিসু করে দিতাম।১ম বন্ধু : তুই কি ভেবেছিস বাঘ এমনি এমনি পা পিছলে পড়ছিল।****তুমি কবে বিয়ে করেছছেলে : তুমি আমার সাথে অন্যায় করেছ।বাবা : কি করলাম?ছেলে : আজ ভাইয়ার বিয়ে হল কত আনন্দ করলাম। আর তুমি কবে বিয়ে করেছ আমি জানলামও না।বাবা : তুই যে তখন ছিলে না বাবা।ছেলে : আমি আসার জন্য অপেক্ষা করলে না কেন?বাবা : তা যে হয় না বাবু সোনা।ছেলে : একা একা নিজের বিয়ে খেয়েছ। আমিও দেখব আমার বিয়ে তুমি কিভাবে খাও? ****মানুষ হাততালি দেয়মশা : দেখেছ, আমার গান শুনে কত মানুষ হাততালি দেয়।মাছি : যেদিন তুই ওই তালির ভিতর পরবি, সেদিন বুঝবি এটা কি হাততালি, না তোর মরার তালি।****তোমারেও কথা দিলামনেতা : চাচা, কথা দেন, ভোটটা আমারেই দিবেন।ভোটার : কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।নেতা : তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়।ভোটার : তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।এসইউ/এমএস
Advertisement