খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে সব ম্যাচে খেলবেন না বোল্ট-সাউদি

কিউই দলের প্রধান দুই স্ট্রাইক বোলার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি। এই দুই স্ট্রাইক বোলারকে বাংলাদেশের বিপক্ষে সব ম্যাচ খেলাবেন না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন জানিয়েছেন এ তথ্য। তবে তিনি একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে বাংলাদেশকে উপেক্ষা করার মতও কোনো বিষয় নেই।  কিউই কোচ জানিয়েছেন, ব্যস্ত ঘরোয়া ক্রিকেটে নিজেদের যেন আরও বেশি করে সম্পৃক্ত করতে পারে এ জন্য এই দুই বোলারকে এক সঙ্গে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঘরোয়া ক্রিকেটে বোল্ট-সাউদিকে বেশিকরে খেলানোর উদ্দেশ্যে, আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তৈরি করা। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্রাম থেকে ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন।২৬ ডিসেম্বর, বক্সিং ডেতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে ক্রাইস্টচার্চে। ৩টি ওয়ানডে ছাড়াও রয়েছে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট। এর মধ্যে তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হবে বোল্টকে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও বিশ্রাম দেয়া হবে তাকে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের পুরোটাতেই থাকছেন না স্ট্রাইক বোলার টিম সাউদি। বিশ্রাম নিয়ে এরপরই বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্ট খেলতে নামবেন নিউজিল্যান্ডের এই দুই বোলার।মাইক হেসন বলেন, `খেলোয়াড়দের ভারসাম্যের বিষয়ে নজর দেয়া খুবই জরুরী। যারা তিন ফরম্যাটেই খেলে তাদের ব্যাপারে, বিশেষ করে বোলারদের। আমরা তাদের (বোল্ট-সাউদি) লোড নেয়ার বিষয়ে সুযোগটা করে দিচ্ছি। পর্যাপ্ত বিশ্রাম পেলে টেস্টের জন্য নতুন করে তৈরি হয়ে নিতে পারবে তারা।`আইএইচএস/আরআইপি

Advertisement