ভ্রমণ

জল ও স্থলের ভ্রমণে চাঁদপুরের ষাটনল

একদিনে ভ্রমণের জন্য চাঁদপুরের ষাটনল জায়গাটি চমৎকার। একইসঙ্গে পাওয়া যাবে দুই রকম আনন্দ। জলের সঙ্গে তাল মিলিয়ে পৌঁছে যাবেন স্থলে। প্রকৃতি ও নদীর সংস্পর্শে মন হয়ে উঠবে চাঙ্গা। তাই সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন চাঁদপুরের ষাটনল থেকে।জল ও স্থলযেকোনো স্থান থেকে নৌপথে আসতে পারেন এখানে। নৌযানে এসে ষাটনল লঞ্চঘাটে নেমেই পেয়ে যাবেন বিশাল পর্যটন এলাকা। নদীপথে আসতে গিয়ে জলের সঙ্গে মিতালি হতে পারে আপনার। পেয়ে যাবেন নৌকা ভ্রমণের মজাও। একই সঙ্গে নৌবিহার এবং বনভোজন।ষাটনলের অবস্থানষাটনল একটি স্থানের নাম। জায়গাটি নদীর বুকে জেগে ওঠা চর বা দ্বীপ। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন হচ্ছে ষাটনল। মেঘনা নদী বয়ে চলেছে এর পাশ দিয়ে। অবসরের জন্যষাটনল পর্যটন এলাকায় বিশ্রামের জন্য রয়েছে একটি ছাউনি। খাবারের জন্য রয়েছে আলাদা বিশাল ঘর। রয়েছে উন্নতমানের একাধিক শৌচাগার। পাশেই রয়েছে বিশাল খেলার মাঠ। আশেপাশে সবুজের সমারোহ। পর্যটন এলাকা ঘেঁষেই বয়ে গেছে মেঘনা নদী। অভ্যাস থাকলে সাঁতারও কাটতে পারেন।থাকা-খাওয়াষাটনলে থাকার কোনো ব্যবস্থা নেই। একদিনের ভ্রমণের জন্যই স্থানটি উপযুক্ত। খাবারের আয়োজনও নিজেদেরই করতে হবে।যোগাযোগষাটনল পর্যটন স্পটটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে পরিচালিত। এখানে অবস্থানের জন্য জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিতে হয়। এসইউ/জেআইএম

Advertisement