আন্তর্জাতিক

পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা চান ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের শেষ নেই। নির্বাচিত হওয়ার আগে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য ও যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের বের করে দেয়ার কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। নির্বাচিত হওয়ার পরও তার হুমকি, হুঁশিয়ারি ও বিতর্কিত মন্তব্যের কোনো পরিবর্তন দেখা যায়নি।এবার আরও এক ধাপ এগিয়ে পুরো বিশ্বকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নামার আহ্বান জানালেন মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু অস্ত্র প্রসঙ্গে তার করা একটি টুইট ঘিরে ব্যাপক সমালোচনা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রকে তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরো শক্তিশালী করতে হবে। যতক্ষণ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নিয়ে সচেতনতা না ফেরে, ততক্ষণ পর্যন্ত তার বিস্তারও বাড়িয়ে যেতে হবে। ট্রাম্প লিখেছেন, বিশ্বে একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা হওয়া উচিত। এটি হলেই বিষয়টা পরিষ্কার হবে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু শক্তি বাড়ানো উচিত বলে মন্তব্য করেছিলেন। পুতিন বলেছিলেন, রাশিয়ার সামরিক বাহিনী যে কোনো শত্রুকে পরাস্ত করতে পারে। তবুও পারমাণবিক ক্ষমতা আরো বাড়ানো উচিত রাশিয়ার। এসআইএস/জেআইএম

Advertisement