দক্ষিণ এশিয়া ‘বিপজ্জনক’ পরমাণু প্রতিযোগিতায় মেতে উঠেছে বলে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সতর্কবার্তা জানানোর একদিন পরই অ্যাটমিক সাইন্টিস্টের বুলেটিনের তথ্যচিত্রে পরমানু অস্ত্রের হিসেব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে ভারতের চেয়ে পাকিস্তানের পরমানু অস্ত্রের সংখ্যা বেশি রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।মার্কিন সতর্কতায় বলা হয়, পরাশক্তির হওয়ার লড়াইয়ে অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে চীন-ভারত ও পাকিস্তানকে ঘিরে। সম্প্রতি পাকিস্তানের করাচিতে নতুন পরমাণু চুল্লি চালু ও চীনের ৫৮ গিগাওয়াট পরমাণু পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এই আশংকা করেছেন আর্ন্তাতিক অস্ত্র বিশেষজ্ঞরা। চীন দক্ষিণ এশিয়ার রাষ্ট্র না হলেও আঞ্চলিক ভূমি বিরোধ ও সীমান্তবর্তী সন্ত্রাস ঝুঁকিতে এই প্রক্রিয়ার অনিবার্য অংশ হয়ে উঠেছে। এএনআইয়ের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড সোমবার এক প্রতিবেদনে এসব কথা জানায়।অপরদিকে মঙ্গলবার বুলেটিনের তথ্যচিত্রে জানা গেছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১২০টি। যা ভারতের চেয়েও ১০টি বেশি। গত বছরের হিসেব এটি। বুলেটিনের প্রতিষ্ঠাতা ইউনিভার্সিটি অব শিকাগোর একদল বিজ্ঞানী। ১৯৪৫ সালে যাত্রা শুরু হয় এটির। ম্যানহাটেন প্রকল্পে প্রথম পারমানবিক অস্ত্র তৈরীতে সহায়তাও করেছিলেন এই বিজ্ঞানীরা।তাদের তথ্যমতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়েরই পারমাণবিক অস্ত্র রয়েছে ৫ হাজার করে। এছাড়া ফ্রান্সের ৩০০টি, চীনের ২৫০টি, যুক্তরাজ্যের ২২৫টি এবং ইসরাইলের ৮০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে মাত্র ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে।এএইচ/আরআই
Advertisement