জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে সরকার এ পর্যন্ত ২ হাজার ৯শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এস, এম, জগলুল হায়দারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, এ ফান্ডে বিদেশি কোন অনুদান-সাহায্য নেই। বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেট থেকে এ ফান্ড সৃষ্টি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ড এ পর্যন্ত সরকারি ২৩৬টি প্রকল্পের অনুকূলে প্রায় ২ হাজার ৬৭ কোটি ৫৯ লাখ টাকা এবং বেসরকারি ৬৩টি প্রকল্পের ২৫ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।তিনি বলেন, গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ১৫ দশমিক ৪ কিলোমিটার উপকূল রক্ষা বাঁধ এবং ৬ হাজার ৭৬০টি ঘূর্ণিঝড় সহিষ্ণু করা নির্মাণ করা হয়েছে। নদী ভাঙন থেকে জনপদ রক্ষার জন্য ১৪২ কিলোমিটার বেড়িবাঁধ এবং ১২২ কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ সম্পন্ন করা হয়েছে। ৫৩৫ কিলোমিটার খাল খনন অথবা পুনঃখনন এবং রেগুলেটর/সুইসগেট ৪৪টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো তৈরি করা হয়েছে।মন্ত্রী আরো বলেন, ১৬৬ কিলোমিটার পয়ঃনিষ্কাশন নালা, ৭৪০টি গভীর নলকূপ, ৩০টি প্লাস্যান্ড-ফিল্টার এবং ৫০টি ভ্রাম্যমাণ পানি শোধনাগার প্লান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া ৫শ’টি পানির উৎস এবং ৫৫০টি বৃষ্টির পানি সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে। ৪টি উপজেলায় কৃষি আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।তিনি বলেন, ৪ হাজার ৫শ’টি মেট্রিক টন প্রতিকূলতা সহনশীল শষ্য বীজ উৎপাদন ও বিতরণ করা হয়েছে। ১৪৩ দশমিক ৩৫ মিলিয়ন বৃক্ষ রোপণ এবং ৪ হাজার ৯৭১ হেক্টর বনভূমি বনায়নের আওতায় করা হয়েছে।পরিবেশ মন্ত্রী বলেন, ৭ হাজার ৮শ’টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন এবং ৫ লাখ ২৮ হাজার উন্নত চুলা বিতরণ করা হয়েছে এবং প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের চাহিদা মেটাতে ১২ হাজার ৮৭২টি সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে।আরএস/আরআই
Advertisement