আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করার পক্ষে ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন ২০ জানুয়ারি থেকে দেশটির  প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নিয়ে সারা বিশ্ব বুদ্ধিদীপ্ত চিন্তা না করছে, ততক্ষণ তার বিস্তারও বাড়িয়ে যেতে হবে। পরমাণু অস্ত্র প্রসঙ্গে বৃহস্পতিবার এই টুইটে তিনি এসব লেখেন।কূটনীতিকদের ধারণা, ট্রাম্প অহেতুক এমন টুইট করেননি। সম্ভবত এর মাধ্যমে রাশিয়াকে চাপে রাখতে চেয়েছেন তিনি। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়ার পরমাণু শক্তি বাড়ানো উচিত বলে মন্তব্য করেছিলেন। তার মতে, রাশিয়ার সামরিক বাহিনী যে কোনো শত্রুকে পরাস্ত করতে পারে। তবুও নিজেদের পারমাণবিক ক্ষমতা আরও বাড়ানো উচিত রাশিয়ার। কারও নাম না করে ট্রাম্পের টুইটটি আসলে পুতিনের সেই মন্তব্যেরই জবাব বলে কূটনীতিকদের একাংশের ধারণা।  জেডএ 

Advertisement