রাজনীতি

আইভীকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে গণভবনে আসেন আইভী। বড় ব্যবধানে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী আনন্দে আইভীকে বুকে টেনে নেন এবং কপালে চুমু খান। আইভী তার বিজয়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করেন।সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জের নির্বাচনকে ‘সুষ্ঠু ও অত্যন্ত চমৎকার’ দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার বিশ্বাস ও আস্থা ছিল, তারা ভোট দেয়ার সুযোগ পেলে নৌকা মার্কায় ভোট দেবে এবং আইভীকে ভোট দেবে। এজন্য তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

Advertisement

সাক্ষাৎকালে আইভী প্রধানমন্ত্রীর হাতে ফুলে সজ্জিত একটি নৌকা তুলে দেন।আইভী তার জয়ের জন্য শেখ হাসিনা, নারায়ণগঞ্জবাসীসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।সংক্ষিপ্ত বক্তব্যে আইভী বলেন, ‘আমি বাকরুদ্ধ। যেদিন নেত্রী আমার হাতে নৌকা তুলে দেন, সেদিন আমি বলেছিলাম, ২২তারিখ নেত্রীর হাতে এই নৌকা ফেরত দেব।’তিনি বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীর প্রতি যে আস্থা দেখিয়েছেন নৌকা নির্বাচিত করে তারা তার প্রমাণ দিয়েছেন।প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আইভী বলেন, নারায়ণগঞ্জে নিরপেক্ষ ভোটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিচল ছিলেন। তার জন্যই নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আর নিরপেক্ষ নির্বাচনের কারণেই নৌকার বিজয় হয়েছে।নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোটের উদাহরণ সারা দেশে অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জবাসীর সেবা ও উন্নয়নে অব্যহতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন আইভী।শীতলক্ষা নদীতে একটি সেতু নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একইসঙ্গে নারায়ণগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন আইভী।সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশের উন্নয়নে কাজ করছি। উন্নয়নের ব্যাপারে কিছু দাবি করা লাগবে না।উন্নয়নের ধারা অব্যহত থাকবে।’আইভী পুনরায় নির্বাচিত হওয়ায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ধারাবাহিকতার পাশাপাশি নতুন নতুন প্রকল্প নিতে পারবে বলেও আশা করেন শেখ হাসিনা। শীতলক্ষ্যায় আরেকটি ব্রিজ নির্মাণে বিষয়টি প্রকিয়াধীন আছে বলে জানান প্রধানমন্ত্রী।নৌকা প্রতীক নিয়ে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন আইভী। নির্বাচনে আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট অন্যদিকে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। এ নিয়ে পরপর দুইবার মেয়র নির্বাচিত হলেন তিনি। এর আগেও দুই দফায় নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম‌্যান ছিলেন আইভী।

এইউএ/জেডএ

Advertisement