খেলাধুলা

সেই বয়কটের মুখে বাংলাদেশের প্রশংসা!

যে মানুষটি সবসময় ব্যস্ত থাকতেন লাল সবুজের বাংলাদেশি ক্রিকেটকে ব্যঙ্গ করায়, ছোট করায় আজ সেই ইংলিশ ক্রিকেট গ্রেট জিওফ্রে বয়কটের মুখে মাশরাফি-মুশফিকদের প্রশংসার ফাল্গুধারা। একেই বলে সময়ের প্রতিশোধ!ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করার পর বাংলাদেশের ভূয়সী প্রসংশা করছেন প্রতিপক্ষ দলের সাবেকরাও। তকে সবাইকে ছাড়িয়ে একটু বেশিই প্রশংসা ঝড়ে পড়লো বয়কটের কণ্ঠে। তিনি ম্যাচ শেষে কাল মাঠেই মাইক্রোফেন হাতে বলে উঠেন, ‘নিজেদের সামর্থ্য দিয়েই জয় এনেছে মাশরাফিরা।’বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক কথা বলেন তিনি। অ্যাডিলেডের ওই ম্যাচ বাংলাদেশের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমার মতে, মুশফিকের সঙ্গে সেঞ্চুরিয়ান রিয়াদ দলের ব্যাটিংকে দারুণভাবে টেনেছে।’তবে বাংলাদেশের আরো ৪০-৫০ রান বেশী হওয়া উচিত ছিলো বলে মনে করেন তিনি। বিশেষ করে শেষ পাঁচ ওভারে রান তুলনামূলক ভাবে বেশ কম হয়েছে।সোমবারের ওই ম্যাচে বয়কট কমেন্টরি বক্সে বসে অন্যান্য ধারাভাষ্যকারদের সঙ্গে মাইক্রোফোনে মাঠ মাতাচ্ছিলেন।প্রসঙ্গত, বিভিন্ন সময় এই খেলোয়ার বাংলদেশের ক্রিকেট নিয়ে নেতিবাচক এবং অপমানসূচক মন্তব্য করেছেন। একবার তিনি বাংলাদেশের বোলিং দুর্বলতার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার মাও বাংলাদেশিদের চাইতে ভালো বল ছুঁড়বে।’ এই বক্তব্যে বাংলাদেশে তুমুল সমালোচিত হন বয়কট। বিভিন্ন দেশের গ্রেটারাও তখন বয়কটের সমালোচনা করেছিলেন।এলএ/আরআই

Advertisement