বিনোদন

তারেক মাসুদ অবিনশ্বর : রোকেয়া প্রাচী (ভিডিও)

‘বাংলাদেশী চলচ্চিত্রকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ক্রেডিট তারেক মাসুদের। তিনি প্রথম কান চলচ্চিত্র উৎসবে এ দেশের চলচ্চিত্রকে উপস্থাপন করেন।’-প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে কথাগুলো বললেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।তিনি বলেন, ‘দুখাই ছবিতে অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি বসে ছিলাম। তেমন কোন ভালো ছবি আসছিল না। সে সময় তারেক ভাই ও ক্যাথরিনের সঙ্গে কথা হল। তারা আমাকে ‘মাটির ময়না’ চলচ্চিত্রটির জন্য নির্বাচন করলেন। তারেক ভাইয়ের মতো এতো বড় মাপের মানুষ দেখিনি। তিনি সব শিল্পীদের টেককেয়ার করতেন। গল্প শোনানোর পাশাপাশি তার সঙ্গে সম্পর্কিত সকল ইমোশন্যাল বিষয়গুলো বলতেন। তিনি কখনও অভিনয় করতে বলেন নি। চরিত্রের গভীরে যেতে বলেছেন। তাই আমরা স্মুথলি শুটিং করতে পারতাম। তা ছাড়া তার চলচ্চিত্র আন্তর্জাতিক মানের হতো। কারিগরি দিক ও শিল্পমানসম্পন্ন কাজ করতেন তিনি।’রোকেয়া প্রাচী আরও বলেন, ‘এখন অনেকের চলচ্চিত্র দেশের বাইরে যায়। তিনি কান চলচ্চিত্র উৎসবে ‘মাটির ময়না’ শুধু নিয়েই যান নি। ডিরেক্টরস ফোর্টনাইট ইভেন্ট ডে-তে শুরুর ছবি ছিল এটি। আর ওখানে রীতি আছে, উদ্বোধনী ঘোষনা করেন শুরুর ছবির অভিনেত্রী। আমি সেই সুযোগ পেয়েছিলাম। কারণ তারেক মাসুদের কল্যানে আমি আর জয়ন্ত চট্টোপাধ্যায় সেখানে আমন্ত্রিত হয়েছিলাম। আমরা কোন তদবির করে যাইনি। ফরাসী সরকার আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। এ সব তারেক ভাই ও ক্যাথরিনের অবদান। তারেক মাসুদ অবিনশ্বর। তার শিল্প ও চলচ্চিত্র একটি বড় জার্নি।’

Advertisement