খেলাধুলা

টাইগারদের ভক্ত জার্মান রাষ্ট্রদূত!

বিশ্বকাপে ক্রিকেট পরাশক্তির দেশ ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোয়ার্টারে ফাইনালে যাওয়ার আনন্দে উচ্ছ্বসিত সারা বাংলাদেশের মানুষ।সেইসাথে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বাঘা বাঘা সব ক্রিকেটার থেকে ফুটবলাররা। সেই প্রশংসার মিছিলে যোগ দিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ‘ড. ফারদিনান্দ ভন উই’।গতকাল ম্যচ শেষে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি গায়ে দিয়ে ব্যাট হাতে ব্যাটিং করার ভঙ্গিমায় ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য টাইগারদের অভিনন্দন জানিয়েছেন তিনি।এই রাষ্ট্রদূত দেখালেন সম্পর্ক কী করে দেশ, জাতি আর রাজনীতির গণ্ডি ছাড়িয়ে বন্ধুত্বে পরিণত হয়।জার্মান অ্যাম্বাসির ফেসবুক পেইজে শোভা পাচ্ছে এই ছবিটি। যেখানে বাংলাদেশিরা ধন্যবাদ আর কৃতজ্ঞতায় ভাসিয়েছেন এই বিদেশি ক্রিকেট বন্ধুকে।এলএ/আরআই

Advertisement