বিনোদন

ডিজিটাল হচ্ছে বিটিভির অনুষ্ঠান

একটা সময় ছিলো টেলিভিশনই ছিলো পর্দায় কিছু দেখে বিনোদিত হবার মাধ্যম। দিনে যোগাযোগ প্রযু্িক্তর অবিশ্বাস্য উত্থান ঘটেছে। এসেছে মোবাইল। আর ইন্টারনেটের অবাধ বিকাশে মোবাইলে মানুষ বিনোদন খুঁজে বেড়াচ্ছেন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ডিজিটাল এই যুগে যখন যেখানে খুশি বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ভিডিও দর্শক দেখার সুযোগ পাচ্ছেন। এবং সেটা সরাসির সম্প্রচারিত হলেও। এ এমন এক সময় যখন স্মার্ট ফোন, ট্যাব, ল্যাপটপ দিয়ে যে কোনো ডিভাইসে নিজের সুবিধা ও ইচ্ছামতো অনুষ্ঠান উপভোগ করতে পারেন একুশ শতকের মানুষ। ডিজিটালাইজেশনের এ যুগে মিডিয়াকে মোকাবেলা করতে হচ্ছে দর্শকের কাছে তার সুবিধামতো অবস্থা ও অবস্থানে অনুষ্ঠান পৌঁছানোর এক বিরাট চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পথপ্রদর্শক হিসেবে দেশে প্রথমবারের মতো ৫ মাত্রিক (Five-dimensional) সরাসরি অনুষ্ঠান সম্প্রচার শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। টেলিভিশনটির একটি অনুষ্ঠান এখন দেখা যাবে ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সম্প্রচারের এই নবযাত্রা শুরু হলো বিটিভির প্রভাতী সংগীতানুষ্ঠান ‘সুপ্রভাত বাংলাদেশ’ দিয়ে। এই অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার সকাল ৮টা ২০মিনিটে একযোগে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার (৮৮.৮ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম), রেডিও ভূমি (৯২.৮) ও তিনটি ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও রেডিও ভূমির পাশাপাশি ডিজিটাল যুগের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন ফেইসবুক, ইউটিউব ও টুইটারে। সরাসরি প্রচারিতব্য এ অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে পছন্দের গান শুনতে অনুরোধ জানানো যাবে স্কাইপ’র মাধ্যমে। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং আসছে ২৫ ডিসেম্বর বিটিভির ৫২ বছর পূর্তি উপলক্ষে চ্যানেলটির সদর দপ্তর ভবনে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের টেলিভিশনটির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ এইসব তথ্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিভির উপ-পরিচালক (অনুষ্ঠান) সুরথ কুমার সরকার, বার্তা সম্পাদক নাসির উদ্দীন ও জেনারেল ম্যানেজার মোঃ মাসুদুল হক।মহাপরিচালক বলেন, ‘আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। বিনোদন এখন আর টেলিভিশনে আটকে নেই। দর্শক এখন ঘরে বাইরে সবখানেই তাদের পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে চায়। সেই ভাবনা থেকে বিটিভি ‘সুপ্রভাত বাংলাদেশ’ অনুষ্ঠানটি ৫ মাত্রিক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিয়েছি। এর ফলে দর্শক টেলিভিশনের কাছে না থাকলেও মোবাইল বা ল্যাপটপে দেখার সুযোগ পাবে। অনেক বড় ভাবনা নিয়ে আমরা যাত্রা করলাম। ধীরে ধীরে সব অনুষ্ঠানই টিভির পাশাপাশি ফেসবুক, ইউটিউব ও টুইটারে দেখার ব্যবস্থা নেয়া হবে।’ জেনারেল ম্যানেজার মোঃ মাসুদুল হক বলেন, ‘তিন মাস আগে বিটিভিতে শুরু হয় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘সু-প্রভাত বাংলাদেশ’। দেশ বরণ্যে কন্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফোন করে প্রিয় শিল্পীকে গানের অনুরোধ করেন। তাই আমরা বিটিভির অনুষ্ঠানগুলো সারাবিশ্বের দর্শকের কাছে তুলে ধরার জন্য চেষ্ঠা করছি।’অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ বলেন, ‘বিটিভি রাষ্ট্রীয় টিভি চ্যানেল। সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমাদের কাজ করতে হয়। আগের চেয়ে অনেক মানসম্পন্ন অনুষ্ঠান তৈরি করছি। শিল্পী সম্মানীও বেড়েছে দুই দফায়। শিল্পীদের আর চেক নেয়ার জন্য লাইন দিতে হবে না। তাদের অ্যাকাউন্টে সম্মানী চলে যাবে। আমাদের আরও একটু সময় দিন। বিটিভি অনেক আধুনিক হয়ে যাবে।’তিনি আরও জানান, ‘অনেকেই বিটিভির অনেক অনিয়ম নিয়ে কথা বলেন। আমি সবাইকে অনুরোধ করবো নির্দিষ্ট প্রমাণ নিয়ে অভিযোগ করুন, অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সময় বদলাচ্ছে। আমাদেরও বদলাতে হবে। বিটিভির যে ঐতিহ্য তাকে বাঁচিয়ে রাখতে হলে সময় ও তারুণ্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমরা অনেক কিছুতেই পরিবর্তন এনেছি। নতুন ভবন হয়েছে বিটিভির। এখানে টেলিভিশনের জাদুঘর নির্মাণ করা হয়েছে। এখানে দীর্ঘদিন কোনো নিয়োগ হয়নি। তবে শিগগিরিই বিভিন্ন বিভাগে লোক নেয়া হবে। বিশেষ করে জনসংযোগ বিভাগকে উন্নত করা হবে মেধাবী লোকদের নিয়োগ দিয়ে। আমরা বিটিভিকে সত্যিকার অর্থেই জনগণের চ্যানেল করতে চাই। যার যা অভিযোগ থাকে আমাদের জানান। আমরা চেষ্টা করবো দেশের মানুষের মনের মতো করে অনুষ্ঠান ও বিনোদন কন্টেন্ট নির্মাণ করতে।’মহা পরিচালক জানান, আগামী ২৫ ডিসেম্বর বিটিভি ৫২ বছরে পর্দাপন করবে। ওইদিন সকল শিল্পী ও কলাকুশলীদের নিয়ে বিটিভির দপ্তরে প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠানটি বিটিভি সরাসরি সম্প্রচার করবে। এই অনুষ্ঠানে হাজির থাকবেন বিটিভির প্রথম দিনের শিল্পী ফেরদৌসি মজুমদারসহ প্রবনী ও নবীন শিল্প-কলাকুশলীরা।এদিকে ‘সুপ্রভাত বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রতি পর্বে দেশের একজন স্বনামধন্য কণ্ঠমিল্পী শ্রোতাদের গান গেয়ে শোনাবেন। বিশ্বের যে কোনো প্রান্তের দর্শকরা তাদের পছন্দের গান শুনতে সরাসরি অনুরোধ জানাতে পারবেন। তিনটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে নিচের ঠিকানায় : ফেইসবুক : www.facebook.comইউটিউব : shuprobhatbangladeshটুইটার : shuprobhatbangladeshস্কাইপ : shuprobhatbangladeshএলএ

Advertisement