ক্রিকেট বিশ্বকাপের ১১ তম আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা -এ খবর এখন সবারই জানা। তবে কোয়ার্টার ফাইনালে খেলার আগে আরো একটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। আগামী শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। আর গ্রুপ পর্বের এই শেষ ম্যাচ খেলতে নিউ জিল্যান্ডে পৌঁছেছেন মাশরাফিসহ অন্যান্য ক্রিকেট সেনাপতিরা।বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, আপাতত নিউ জিল্যান্ডের অকল্যান্ডে রয়েছে বাংলাদেশ দল। বুধবার হ্যামিল্টনে পৌঁছাবেন তারা।গত সোমবার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এছাড়া এর আগে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারায় তারা। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্য একটি ম্যাচ পরিত্যক্ত হয়।আরএস/আরআই
Advertisement