দেশজুড়ে

নারায়ণগঞ্জে ভোটগ্রহণ শেষ

নারায়ণগঞ্জে প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টায় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের বাদে নতুন কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকলের সহযোগিতায় উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরআগে সকাল ৮টা থেকে ২৭ টি ওয়ার্ডে ভোটাররা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে মোট ৪ লাখ ৭৪ হাজার ৯শ ৩১ জন ভোটার ছিলেন।নির্বাচনে মেয়র পদে সাতজন, ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭৪ কেন্দ্রের ১ হাজার ৩০৪টি কক্ষে এসব ব্যালটে রায় জানাবেন ভোটাররা। তিন পদের জন্য ব্যালট ছাপানো হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৭৯৩টি।ভোটের দায়িত্বে রয়েছেন প্রায় চার হাজার কর্মকর্তা। আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য রয়েছেন ভোটের নিরাপত্তায়। এফএ/এমএস

Advertisement