রাজধানীর সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আল-মামুন নামে এক যুবলীগ কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গোলাগুলির সময় একজন অতিরিক্ত সচিবের গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৩-৬২-৩৩) গুলি লেগেছে। এছাড়া বিদ্যুৎ ভবনের এক প্রকল্প পরিচালকের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। তবে ছাত্রলীগ ও যুবলীগের কোন শাখা এ ঘটনা জড়িত তা তাৎক্ষনিকভাবে জানা যায় নি।শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিনি হট্টগোলের সংবাদ পেয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি। জেইউ/এএইচ/পিআর
Advertisement