আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে সংলাপ বন্ধ

রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শীতল যুদ্ধ বহুদিন ধরেই। দু’দেশের মধ্যে এখন কোনো ধরনের সংলাপও হচ্ছে না। ক্রেমলিনের তরফ থেকে জানানো হয়েছে, দু’দেশের মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। তবে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর থেকে এ ধরনের খবর অস্বীকার করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় সব স্তরের সংলাপ স্থগিত হয়ে গেছে। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি না অথবা করলেও তা খুবই কম।’ নির্বাচনে হস্তক্ষেপ প্রশ্নে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। আসন্ন মার্কিন প্রশাসন ন্যাটো সম্প্রসারণের সিদ্ধান্ত বাতিল করবে বলে তারা আশঙ্কা করছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। টিটিএন/এমএস

Advertisement