আন্তর্জাতিক

এএফপির জরিপে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ট্রাম্প

২০১৬ সালে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি জরিপ চালিয়েছে সংবাদ সংস্থা এএফপি।জরিপের ভোটে এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হয়েছে। ওই জরিপে ট্রাম্পের পরের অবস্থানেই রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সারা বিশ্বে কর্মরত এএফপির সব সাংবাদিকের কাছ থেকে ভোট গ্রহণ করা হয়। ২০১৬ সালে বারবার সংবাদের শিরোনামে এসেছেন এমন ব্যক্তিদের তালিকা থেকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের বেছে নিতে বলা হয়। তার ওপর ভিত্তি করেই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।  জরিপে এএফপির প্রায় তিন শ’ সাংবাদিক অংশ নেন। তালিকায় শীর্ষ দশ অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, রিসেপ তাইয়েপ এরদোয়ান, হিলারি ক্লিনটন, নিজেল ফারাযে, বাশার আল আসাদ, বারাক ওবামা, পোপ ফ্রান্সিস, বব ডিলান এবং মিশেল ওবামা।টিটিএন/আরআইপি

Advertisement