খেলাধুলা

টেস্ট ব্যাংকিংয়ে আটে ওঠার সুযোগ মুশফিকদের

বিশ্বকাপের পর থেকেই ওয়ানডেতে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও এর আগে টানা ছয়টি সিরিজ জিতে নেয় টাইগাররা। এদিকে ওয়ানডেতে দুর্দান্ত খেললেও টেস্টে এখনো মেলে ধরতে পারেনি মুশফিক-সাকিবরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ সিরিজে সমতায় টেস্টেও উন্নতির ছোঁয়া লেগেছে। এবার টাইগারদের সামনে নিউজিল্যান্ড পরীক্ষা। আর এ সফরে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেস্ট ব্যাংকিংয়ে আটে ওঠে যাবে মুশফিক বাহিনী। বর্তমানে র্যাং কিংয়ের ৬ষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ৬৫ পয়েন্ট নিয়ে নবম দল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ২-০ তে যদি হোয়াইটওয়াশও হয় মুশফিকবাহিনী তবে মাত্র ১ পয়েন্ট কমবে, আর ১-০ তে সিরিজ হারলে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৬৭ তে। ০-০ অথবা ১-১ ব্যবধানে সিরিজ ড্র করা যায় তবে একলাফে ৮ পয়েন্ট পেয়ে মোট ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে রযাংে কিংয়ের ৮ম দল ওয়েস্ট ইন্ডিজকে (৬৯ পয়েন্ট) টপকে বাংলাদেশ চলে যাবে নিজেদের ইতিহাস সেরা র্যাংককিংয়ের ৮ম স্থানে।যদি ১-০ তে সিরিজ জিতলে মুশফিক-সাকিবদের পয়েন্ট দাঁড়াবে ৭৮ আর কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে ৮১ পয়েন্ট ছুঁতে পারবে টাইগাররা।উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ জানুয়ারী ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।এমআর/জেআই

Advertisement