জাতীয়

হাতিরঝিলে বাসের চেয়ে ওয়াটার ট্যাক্সিতে বাড়ছে যাত্রী

রাজধানীর বিনোদন প্রেমী যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিস। ভীড়ের কারণে ওয়াটার ট্যাক্সিতে চড়তে যাত্রীদের ঘণ্টা জুড়ে অপেক্ষা করতে হচ্ছে। তারপরও তাদের কাছে দিনদিন আরো জনপ্রিয় হয়ে উঠছে এ বাহনটি। অপরদিকে, ওয়াটার ট্যাক্সি চালুর আগে হাতিরঝিলের অত্যাধুনিক বাস সার্ভিস যাত্রীদের জনপ্রিয়ের তালিকায় শীর্ষে থাকলেও এখন তা দিন দিন যাত্রীদের পছন্দের তালিকা থেকে সরে যাচ্ছে। হাতিরঝিল প্রকল্পের কাজ শেষ হওয়ার পর থেকে দুই পাড়ে ব্যক্তি মালিকানায় কিছু মাইক্রোবাস সার্ভিস চালু হয়। এগুলো কারওয়ান বাজারের এফডিসি মোড় থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত যাত্রী আনা নেয়া করতো। চলতি বছরের শুরুতে এরসঙ্গে যুক্ত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অত্যাধুনিক এসি ও নন এসি বাস সার্ভিস। এতোদিন এসব বাহন যাত্রীদের পছন্দের তালিকার শীর্ষে ছিলো।কিন্তু গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন হাতিরঝিলের পানিতে যাত্রী পরিবহন শুরু করে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। বাসের তুলনায় এতে ভাড়া প্রায় দ্বিগুন হলেও তা এখন যাত্রীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। নগরবাসীর অনেকেই পরিবার পরিজনসহ আপনজন বা বন্ধু-বান্ধবদের নিয়ে হাতিরঝিলে ঘুরতে আসেন।হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি চালুর আগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রী সাধারণকে বাসের সিরিয়াল পেতে হতো। কিন্তু এখন সেই বাসগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও যাত্রী পাচ্ছে না। অনেক সময় আসন খালি রেখেই যাত্রা শুরু করতে হচ্ছে। অপরদিকে ঘাটগুলোতে যাত্রী সাধারণকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে টিকেট সংগ্রহ করে ওয়াটার ট্যাক্সির অপেক্ষায় থাকতে হচ্ছে।বুধবার সন্ধ্যায় গুলশান লিংক রোডের ওয়াটার ট্যাক্সি ঘাটে গিয়ে দেখা গেছে, টিকেট হাতে যাত্রীদের প্রচণ্ড ভীড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ওয়াটার ট্যাক্সির সন্ধান পাচ্ছেন না। সেখানে টিকেট বিক্রির দায়িত্বে থাকা জাইদুল ইসলাম জাগো নিউজকে বলেন, যাত্রীদের প্রচণ্ড ভীড়। সামলানো কঠিন হয়ে পড়ে। যাত্রীর তুলনায় ট্যাক্সি কম।তিনি জানান, লাইনে দাড়ানোর ভয়ে অনেকেই এক সঙ্গে ১০-২০টি টিকেট কিনে নিতে চান। আমরা প্রথমে তা না বুঝেই বিক্রি করেছি। আগের কেনা টিকেটে তারা পার হতে চান। এখন তা দিচ্ছি না। একবার ৩০জন যাত্রী পার হতে পারবে। তাই ৩০টি টিকিট বিক্রি শেষে বন্ধ করে দিই। আবার ওয়াটার ট্যাক্সি আসলে ছাড়ি।অপরদিকে সড়কে বাস সার্ভিসের একজন কাউন্টার ম্যানেজার জাগো নিউজকে বলেন, ওয়াটার ট্যাক্সি চালুর পর যাত্রীরা সেদিকে ঝুঁকছে। হাজার যানবাহনের ভীড়ে নৌকা ভ্রমণ যাত্রীদের জন্য অনেক আনন্দ দায়ক। তাই কষ্ট হলেও তারা ওয়াটার ট্যক্সিতে উঠতে চান। যাদের বেশি তাড়া তারাই আমাদের বাস সার্ভিসে করে চলে যান। এখন বাস সার্ভিসের টিকেট নেয়া কিংবা বাসে উঠতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না।দুই শিশুকে নিয়ে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে উঠার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন সুরাইয়া জাহান। জাগো নিউজকে তিনি বলেন, লেকের পাড়েই তার বাসা। বাসা থেকে লেকের মধ্যে ওয়াটার ট্যাক্সি চলতে দেখা যায়। বাচ্চারা এতে উঠতে চায়, প্রতিদিনই বলে। কিন্তু ঘাটে ভীড় দেখে আসার সাহস পাই না। এখন দেখলাম মনে হচ্ছে যে একটু ভীড় কম আছে। কিন্তু এসে দেখি এরপরও আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।এমএসএস/এমএমজেড/জেআই

Advertisement