দেশজুড়ে

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সন্তুষ্ট সাখাওয়াত, তবে...

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তা আরো বাড়ানোর দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার সকালে আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদানের পর এ দাবি জানান তিনি।তিনি বলেন, পরিস্থিতি এমন থাকলে বিজয় সুনিশ্চিত। এর ব্যত্যয় ঘটলে দায়ভার সরকারের।শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন ও সরকারকে।একইকেন্দ্রে ভোট দেয়ার পর জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন সেহেতু নির্বাচনে যেকোন বিশৃঙ্খলার দায় সরকারকে নিতে হবে।নারায়ণগঞ্জের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।এমএম/এনএফ/জেআই

Advertisement