আন্তর্জাতিক

আরবিতে কথা বলায় নামিয়ে দেওয়া হলো বিমান থেকে

টেলিফোনে মায়ের সঙ্গে আরবিতে কথা বলায় ইউটিউব তারকা অ্যাডাম সালেহকে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে, অন্য যাত্রীদের বিরক্ত করার অভিযোগেই তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। খবর বিবিসির।ইউটিউবে পোস্ট করা অ্যাডাম সালেহের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এই তারকা তাকে অন্যায়ভাবে নামিয়ে দেওয়ার জন্যে বিমান যাত্রীদের মাঝে দাঁড়িয়ে অভিযোগ করেছেন।পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘আমাকে বের করে দেওয়া হয়েছে কারণ আমি ভিন্ন ভাষায় কথা বলছিলাম। এটা সত্যিই অবিশ্বাস্য যে এটা ২০১৬ সাল! তিনি আরো বলেন, ‘আমি আরবিতে আমার মা এবং আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। কয়েকজন পাকিস্তানি, এমনকি  কয়েকজন মার্কিন যাত্রীও বিমানের পাইলটকে বলেছেন তারা অন্যায় করছেন। আমি খুবই দুঃখ পেয়েছি, আমি এটা বিশ্বাসই করতে পারছিনা।’এক পর্যায়ে তার কণ্ঠ আবেগ আর কান্নায় রুদ্ধ হয়ে আসে। ঘটনাটি ঘটেছে লন্ডনের হিথরো এয়ারপোর্টে অপেক্ষারত ডেল্টা এয়ারলাইন্সের লন্ডন-নিউইয়র্ক ফ্লাইটে। ইউটিউবে বিদ্রূপাত্মক ভিডিও পোষ্ট করে তারকা বনে যাওয়া অ্যাডাম সালেহ বিবিসিকে জানান, বিমান ছাড়ার আগে যখন তিনি ফোনে তার মায়ের সঙ্গে আরবিতে কথা বলছিলেন তখন তার নারী সহযাত্রী অস্বস্তি প্রকাশ করেন।ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, কেবিনে ঝামেলা করার জন্য দুই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছে। তাদের কারণে অন্যান্য যাত্রীরা অস্বস্তিতে পরেছিলেন।বিবৃতিতে আরো বলা হয়েছে, আসল ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং যে কোনো বৈষম্যের অভিযোগ খুব গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানিয়েছে মার্কিন বিমান সংস্থাটি।এর আগে অ্যাডাম সালেহ বিমানে মুসলিমদের সঙ্গে অন্য যাত্রীরা কেমন আচরণ করে  তা নিয়ে বেশ কিছু ভিডিও ধারণ করে পোষ্ট করেছিলেন। টিটিএন/জেআই

Advertisement