নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।প্রথমবারের মত নারায়ণগঞ্জে দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের প্রধান দল বিএনপিও অংশ নিচ্ছে। এজন্য শুধু নারায়ণগঞ্জবাসীই নয়, পুরো দেশবাসীর দৃষ্টি এখন নারায়ণগঞ্জের দিকে।জানা যায়, এখানে ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১। মেয়র পদে সাতজন, ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭৪ কেন্দ্রের ১ হাজার ৩০৪টি কক্ষে এসব ব্যালটে রায় জানাবেন ভোটাররা। তিন পদের জন্য ব্যালট ছাপানো হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৭৯৩টি।ভোটের দায়িত্বে রয়েছেন প্রায় চার হাজার কর্মকর্তা। আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য রয়েছেন ভোটের নিরাপত্তায়। নাসিক নির্বাচনে ১৩৭টি ভোটকেন্দ্রে বিশেষ নজর রাখছে ইসি। এসব কেন্দ্রে ওই এলাকার ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৩৭টিকে ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রধান দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আর বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করতে ভোটারদের সহযোগিতা চেয়েছেন।ইসি কর্মকর্তারা জানান, সিদ্ধিরগঞ্জ এলাকাকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। যে ২২ প্লাটুন বিজিবি সদস্যদের নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের কথা রয়েছে, তার মধ্যে ১০ প্লাটুনই থাকবে সিদ্ধিরগঞ্জে। তারা দুটি স্থানে অবস্থান নিয়ে টহল দেবেন। এছাড়া শহর এলাকায় সাত প্লাটুন ও বন্দর এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি থাকবে।শাহদাত হোসেন/এফএ/জেআই
Advertisement