আন্তর্জাতিক

বিমান থেকে মাঝ আকাশে বর্জ্য ফেললে জরিমানা

বিমান থেকে মাঝ আকাশে বর্জ্য জাতীয় পদার্থ ফেলা ঠেকাতে ভারতের জাতীয় পরিবেশ আদালত একটি নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, মাঝ আকাশে বর্জ্য ফেললে ৫০ হাজার রুপি জরিমানা গুনতে হবে বিমান কর্তৃপক্ষকে।আদালত ডিজিসিএয়ের কাছে এ নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। একই সঙ্গে ডিজিসিএকে নতুন নির্দেশিকা সব বিমান সংস্থার কাছে পাঠাতে বলা হয়েছে। কোনো বিমান সংস্থা যদি অবতরণের ঠিক আগে বা মাঝ আকাশে বর্জ্য পদার্থ ফেলে, তাহলে ৫০ হাজার রুপি জরিমানা দিতে হবে।সম্প্রতি দেশটির পরিবেশ আদালত এ রায় দিয়েছে। এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেখানে তিনি জানান, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে বিমানগুলো থেকে ঘনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য পদার্থ ফেলা দিচ্ছে।এর ফলে পরিবেশ দূষণ হচ্ছে। ওই সেনাকর্মকর্তার দায়ের করা মামলার রায়ে কোনো বিমান থেকে বর্জ্য ফেললে কর্তৃপক্ষকে জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত।এসঅাইএস/বিএ

Advertisement