জাতীয়

ডিসিসি নির্বাচন : তফসিল ঘোষণার আগেই আচরণবিধি লঙ্ঘন

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিভিন্ন দলের সম্ভাব্য মেয়র, কাউন্সিলর, ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায়।ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচন দীর্ঘদিন ঝুলে থাকার পর গত সপ্তাহে নির্বাচনের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয় সরকার। এরপর থেকেই প্রার্থীরা একরকম প্রচারণায় শুরু করে দিয়েছেন।বিভিন্ন ধরনের ব্যানার, বিলবোর্ড ও পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এতে শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ছবি এবং সঙ্গে রয়েছে নানা ধরণের বাণী।তবে বিশ্লেষকরা বলছেন নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব তৎপরতা বৈধ নয় এবং তারা মনে করেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই নির্বাচন কমিশনের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ আট বছর আগে উত্তীর্ণ হয়েছে। তাই এখন নির্বাচন হওয়া জরুরি। কারণ নির্বাচন না হলে জনগণ প্রাপ্য সেবা পায় না। তাই এর বিকল্প নেই।তিনি বলেন, নির্বাচন হতে হবে সুষ্ঠু। সিটি কর্পোরেশন স্থানীয় সরকার নির্বাচন। তাই এটা হবে দল নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া বিধিসম্মত নয়। যদিও দলগুলো মনোনয়ন দিচ্ছে।তাঁর অভিযোগ নির্বাচনে দলগুলো প্রভাব ফেলছে যা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মোটেও কাঙ্ক্ষিত নয়। নির্বাচন কমিশন প্রণীত নির্বাচনী আচরণবিধি উদ্ধৃত করে তিনি বলেন আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ তারিখের ২১ দিন আগে প্রচারণা চালানো যায় না।তাই যারা বিলবোর্ড দিচ্ছেন, বিভিন্নভাবে ভোটারদের কাছে যাচ্ছেন এটা সুস্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন। এগুলো সুষ্ঠু নির্বাচনে পরিপন্থী। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকেই ব্যবস্থা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। বিএ/আরআইপি

Advertisement