খেলাধুলা

শ্রীলঙ্কাকে ১৯৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশের যুবারা

ব্যাটসম্যানদের ব্যর্থতায় শ্রীলঙ্কান অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সামনে সাদামাটা লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপের সেমিফাইনালে মাত্র ১৯৪ রানে গুটিয়ে গেছে ক্ষুদে টাইগাররা।বুধবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান। মোহাম্মদ সজীব হোসেনকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অধিনায়ক। শুরুটা ভালোই করেন এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৪২ রানে সাজঘরে ফেরেন সাইফ। দ্রুত ফিরে যান বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো খেলতে নামা আরেক ওপেনার সজীবও।এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশের যুবারা। পঞ্চম উইকেটে মোহাম্মদ রাকিবকে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন রায়ান রাফসান রহমান। তবে দলীয় ১৬৬ রানে জোড়া উইকেট হারিয়ে আবার চাপে পড়ে বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে না পারলে মাত্র ১৯৪ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রায়ান। ৫৮ বলে ৩টি চারে এ রান করেন তিনি। এছাড়া ৫৭ বলে ৩টি চারের সাহায্যে ৩৬ রান করেন আফিফ। অধিনায়ক সাইফ করেন ২৬ রান। শ্রীলংকান যুবাদের পক্ষে ২৫ রানে ৪টি উইকেট তুলে নেন প্রবীণ জয়াবিক্রমা। এছাড়া হারিন বিরাসিংহে পান ৩টি উইকেট।আরটি/আইএইচএস/জেআই

Advertisement