বিনোদন

আইটেম গানে খোলামেলা আনুষ্কা (ভিডিও)

প্রথমবারের মতো আইটেম গানে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন `পিকে` তারকা আনুষ্কা শর্মা। `দিল ধাড়াকনে দো` শীর্ষক ছবির আইটেম গানে পারফর্ম করবেন তিনি। এতে আনুষ্কাকে পোশাকে দেখা যাবে। চলতি মাসের শেষদিকে গানটির দৃশ্যধারণ শুরু হবে। বর্তমানে এই আইটেম গানে পারফর্ম করার জন্য নিজেকে প্রস্তুত করছেন আনুষ্কা।`দিল ধাড়াকনে দো` ছবিটি পরিচালনা করেছেন জয়া আক্তার। এই ছবিতে আনুষ্কাকে একেবারে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। একটি ভ্রমণকাহিনীকে কেন্দ্র করে এর পটভূমি গড়ে উঠেছে। ছবিটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। তবে ছবিতে নতুন চমক সৃষ্টি করতেই এই আইটেম গানটি করা হচ্ছে। এটি ছবির প্রচারণায়ও ব্যবহার করা হবে।এ সম্পর্কে আনুশকা বলেন, `আমি আইটেম গানে কাজ করতে খুব বেশি পছন্দ করি না। তবে এই গানটির আয়োজন আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। তাই এতে পারফর্ম করতে সম্মত হয়েছি।`বর্তমানে আনুষ্কা তার অভিনীত `এনএইচ-১০` ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি। `এনএইচ-১০` আগামী ১৩ মার্চ মুক্তি পাবে।এএ

Advertisement