বাংলাদেশের বিশ্বকাপ কাটছে স্বপ্নের মত। সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের ১১তম আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা।বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠে আসায় পয়েন্ট টেবিলে হিসাব কষতে হচ্ছে গ্রুপের অবস্থান নিয়ে। ৫ ম্যাচ শেষে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কাকে টপকে গেল বাংলাদেশ।তালিকায় মাশরাফির দল রয়েছে তৃতীয় স্থানে। অপরদিকে শ্রীলঙ্কার অবস্থান চতুর্থ। দুই দলই খেলেছে ৫টি করে ম্যাচ। একটি হার, ৩টি জয় ও ১টি টাইয়ের কারণে বাংলাদেশের নামের পাশে যোগ হলো ৭ পয়েন্ট। অপরদিকে দুটি হার ও তিনটি জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে লঙ্কানরা রয়েছে চতুর্থ স্থানে।এদিকে ৫ ম্যাচ খেলে সবকটিতে জিতে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৭ পয়েন্ট ঝুলিতে জমা করে বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।এআরএস/আরআইপি
Advertisement