খেলাধুলা

টি-টোয়েন্টিতে ৪৯৭ রানের রেকর্ড

টি-টোয়েন্টি ম্যাচে ৪৯৭ রান! চোখ কপালে ওঠার মতোই ব্যাপার। তবে এমন ঘটনাই ঘটলো নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট  টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে। ওটাগো ও সেন্ট্রাল জোনের এর মধ্যকার এক ম্যাচে। এই ম্যাচটি অবশ্য রেকর্ড বইয়ে স্থান পেয়েছে। আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি নিয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। এর আগে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংস মিলে ৪৮৯ রান স্কোরবোর্ডে জমা হয়েছিল।ওটাগো ও সেন্ট্রাল জোনের মধ্যকার এই ম্যাচটি শেষ হয়েছে রোমাঞ্চ ছড়িয়ে। সেন্ট্রাল জোনের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ওটাগো।টস জিতে আগে ব্যাট করতে নামা ওটাগো নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৯ রান তোলে। এই দলের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের টর্নেডো ইনিংস খেলেন হামিশ রাদারফোর্ড। ৫০ বলে ৯টি চার এবং ৮ টি ছয়ের মারে ইনিংসটি সাজান তিনি।জবাবে ২০ ওভার খেললেও ৪ উইকেট হারিয়ে সেন্ট্রাল জোনের ইনিংস থামে ২৪৮ রানে। সেন্ট্রাল জোনের পক্ষে সর্বোচ্চ ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহেলা জয়াবর্ধনে। তার ৫৬ বলের ইনিংসটি সমৃদ্ধ ১২টি চার ও ৭ টি ছক্কায়।এনইউ/জেআই

Advertisement