ঢাকা চিড়িয়াখানায় এসেছে এক নতুন অতিথি। মায়ের দেশ দক্ষিণ আফ্রিকা থেকে অনেক দূরে সাদা-কালো ডোরাকাটা শরীরের এ ক্ষুদে অতিথি জন্ম নিয়েছে এই চিড়িয়াখানাতেই। ২০১২ সালের জুন মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আনা জেব্রাটি সোমবার ভোরে জন্ম দিয়েছে এই শাবকের। নতুন শাবকটিকে নিয়ে ঢাকা চিড়িয়াখানায় এখন জেব্রা হলো মোট ৫ টি। বিকেলে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, একটি খাঁচার মধ্যে মায়ের কাছাকাছি ওই শাবককে মাঝে মধ্যে মুখ দিয়ে আদর করছে মা জেব্রা। লম্বা লম্বা পায়ে ধুলো উড়িয়ে অন্য তিনটি জেব্রার সঙ্গে খেলা করছে ছোট্ট জেব্রা। ঢাকা চিড়িয়াখানার কিউরেটর ডা. এনায়েত হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে শেডের মধ্যে প্রাকৃতিকভাবেই জন্ম হয় নতুন অতিথির। আরেক স্ত্রী জেব্রা গত বছরের ২৬ ডিসেম্বর এই চিড়িয়াখানায় প্রথম জন্ম দেয় একটি শাবক। পুরুষ ওই শাবকের বয়স এখন প্রায় আড়াই মাস। ভোরে জন্ম নেওয়া এই বাচ্চাটি এখন সুস্থ আছে জানিয়ে চিড়িয়াখানার বৃহৎ প্রাণী (তৃণভোজী) শাখার কর্মকর্তা শামীম হোসেন বলেন, নতুন বাচ্চাটি তার মায়ের দুধও খেয়েছে। আমরা সারাদিন তাকে নজরে রেখেছি। চিড়িয়াখানার নতুন এই অতিথিকে দেখতে দর্শনার্থীর ভিড়ও চোখে পড়ে। মোবাইলে সদ্যজাত জেব্রা শাবককে ক্যামেরাবন্দি করে নেন অনেকে। চিড়িয়াখানার কর্মকর্তারা বলেন, এই `কমন জেব্রা`র আদিবাস সুদান, সোমালিয়া, জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকায়। ঘাস, পাতা, ফলের খোসা ও শস্যদানা এদের প্রধান খাদ্য। চিড়িয়াখানায় এদের গম ও ভুট্টা দানা এবং ঘাস খেতে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, মাথা থেকে দেহ পর্যন্ত ২ দশমিক ১৫ থেকে ২ দশমিক ৭৫ মিটার এবং লেজ শূন্য দশমিক ৫ মিটার লম্বা হয়ে থাকে। ওজন গড়ে ২৩৫ থেকে ৪০৫ কেজি। জেব্রার গড় আয়ু ৩০ বছর। পুরুষ ২ বছর ও স্ত্রী দেড় বছর বয়সে বয়ঃপ্রাপ্ত হয়ে থাকে।এসআরজে
Advertisement