বাংলাদেশের ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনার খেলাটি দেখতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ক্যাবল সংযোগ বিছিন্ন থাকায় তিনি খেলা দেখা থেকে বঞ্চিত হন বলে বিএনপির গুলশান অফিস সূত্রে জানা গেছে। তবে খালেদা টাইগারদের ইতিহাস সৃষ্টিকারী বিজয়ের খোঁজ-খবর নিয়েছেন কার্যালয়ের ভেতরে থাকা নেতাদের কাছ থেকে। জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেন, কার্যালয়ের ভেতরে টেলিভিশন দেখার কোন সুযোগ নেই। তবে বেগম জিয়া খেলার বিষয়ে আমাদের কাছে খোঁজ-খবর নেন এবং বাংলাদেশ দলের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। এদিকে চেয়ারপারসনের মিডিয়া উইং-সূত্র জানায়, গুলশান কার্যালয়ে ক্যাবল সংযোগ বিছিন্ন থাকার কারণে খেলা দেখতে পারেননি তারা। তবে রেডিওর মাধ্যমে তারা খেলা শুনেছেন।এসআরজে
Advertisement