জাতীয়

হরতাল শিথিলের ঘোষণা না মেনে রাজধানীতে বাসে আগুন

বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতাল শিথিলের ঘোষণা দেয়ার পরও হরতাল সমর্থকরা রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। হরতাল শিথিলের ঘোষণা দেওয়ার আধা ঘণ্টার মাথায় সোমবার রাজধানীর বঙ্গভবন এলাকায় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা গুলিস্তান-নারায়ণগঞ্জ রুটের আনন্দ পরিবহনের একটি বাসে (ঢাকা-ব ১১-৪০৮৮) আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে, বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করে ২০ দলীয় জোট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।এসআরজে

Advertisement