খেলাধুলা

পশ্চিমবঙ্গেও বাংলাদেশের ইংল্যান্ড বধের উল্লাস

বাঙালি বলে কথা! বাংলাদেশের ইংল্যান্ড বধের উল্লাসের ছোঁয়া পুরোদমে লেগেছে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যেও। এডিলেড ওভালে বিশ্বকাপের ৩৩তম ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারানোয় খুশি কলকাতার ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের টাইগারদের জয় দেখতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রায় সব বাড়িতে ও ক্লাবে টেলিভিশনের সামনে বসেছিল কয়েক কোটি বাঙালি। শেষ ওভারে ইংল্যান্ডের শেষ দুই উইকেট রুবেল হোসেন নিতেই বাংলাদেশ, বাংলাদেশ চিৎকার! ‘সাবাস বাংলাদেশ’ বলে উল্লাস করে রাস্তায় বাজি-পটকা ফাটাতে থাকেন তরুণরা। ফেসবুকের ওয়ালে পোস্ট করেন রুবেলের ছবি। ভারতের জাতীয় টেলিভিশন ছাড়াও কলকাতার সংবাদভিত্তিক টেলিভিশনগুলো মমতা মোদীর বৈঠকের মত গুরুত্বপূর্ণ খবর কিছুক্ষণের জন্য সরিয়ে বাংলাদেশের শেষ আটে ওঠা নিয়ে খেলার খবর পরিবেশন করে। কলকাতার সংবাদ ভিত্তিক টেলিভিশন ২৪ ঘণ্টা তাদের প্রতিবেদনে বাংলাদেশের জয়ের প্রতিবেদন করেছে। এতে রুবেল-হ্যাপির ঘটনাও উল্লেখ করেছে তারা। বলেছে, বিশ্বকাপে জেগে উঠল বাংলা, বাঙালি, বাংলাদেশ। ১১ জন বাঙালির বিক্রমে বিশ্বকাপ উজ্জ্বল হয়ে গেল। গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এডিলেড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারতের। আনন্দবাজার গোষ্ঠীর টেলিভিশন এবিপি আনন্দও তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরেছে বাংলাদেশ জয়ের আদ্যোপান্ত। তারা প্রতিবেদনে বলেছে, ‘ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে পুল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী হল বাংলাদেশ। জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ২৬০ রানে অল আউট হয়ে যায় মর্গ্যান বাহিনী। ইয়ান বেল (৬৩) জে বাটলার (৬৫) ও ওকস (৪২)-দের প্রচেষ্টা কাজে এল না। ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আর ছিটকে গেল ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল রুবেল হুসেন। তিনি ৫৩ রানে ৪ উইকেট দখল করেছেন। এছাড়াও মুশরফ মোর্তাজা ও তাসকিন আহমেদ ২ টি করে উইকেট পেয়েছেন।

Advertisement

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৫ রান করে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন মাহমুদুল্লাহ। তার ১৩৮ বলে ১০৩ রান ও মুশফিকর রহমানের ঝোড়ো ৭৭ বলে ৮৯ রানের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৫ রান তোলে বাংলাদেশ। ৮ রানে ২ উইকেট খুইয়ে দল যখন ধুঁকছে তখন ব্যাট করতে নামেন মাহমুল্লাহ। এরপর সৌম্য সরকারের সঙ্গে জুটিতে ৮৬ রান যোগ করেন। সাকিব অল হাসান (২) দ্রুত ফিরে গেলেও মাহমুদুল্লাহ ও রহিম জুটিতে ১৪১ রান যোগ হয়। এই পার্টনারশিপ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ।’এসআরজে