জাতীয়

টাইগারদের জয়ে বিজয় মিছিল করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের ১১তম আসরে টাইগারদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় সারাদেশে বিজয় মিছিল বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে ১১তম এই বিশ্ব আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছে টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬০ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ।এরআগে টাইগারদের এ জয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে আলাদা এক বিবৃতিতে আজ সারা দেশে বিজয় মিছিল বের করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।আরএস/এসআরজে

Advertisement