জার্মানির বার্লিন শহরে একটি ক্রিসমাস মার্কেটের ভেতর লরি ঢুকে পড়ার পর কমপক্ষে ১২ জন নিহত হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক যোদ্ধা ওই হামলা চালিয়েছে বলে সংগঠনটির তরফ থেকে দায় স্বীকার করা হয়েছে। খবর এএফপির।মঙ্গলবার আইএস সমর্থিত সংবাদ মাধ্যম আমাক নিউজ এজেন্সির অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। তবে হামলাকারীর নাম বা তার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সোমবার রাতে হঠাৎ করেই একটি লরি ক্রিসমাস মার্কেটের ভেতর প্রবেশ করে। লরির চাপায় ঘটনাস্থলে ১২ জন প্রাণ হারায়। আহত হয় আরো কমপক্ষে ৪৫ জন। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ওই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। হামলার পর হামলাকারী সন্দেহে এক পাকিস্তানি শরণার্থীকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার তার বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত জুলাইয়ে ১৭ বছর বয়সী এক শরণার্থী একটি কুঠার এবং ছুড়ি নিয়ে ট্রেনের যাত্রীদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় পাঁচজন আহত হয়। টিটিএন/পিআর
Advertisement