২০০০ সালে ভারতের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ঐতিহাসিক ওই টেস্টে আরো একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে দারুণ একটি সম্মাননা জানাতে যাচ্ছে হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০০০ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হলেও ১৬ বছর পর এই প্রথম টেস্ট খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আগামী বছর ৮ ফেব্রুয়ারি হায়দারাবাদের রাজীব গান্ধী উন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে বহু আকাঙ্ক্ষিত টেস্ট ম্যাচটি। ওই টেস্টেই আমিনুল ইসলাম বুলবুলকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুলের গায়ে এখন নানা পরিচয়ের তকমা। তিনি কোন পরিচয়ে ওই টেস্টে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রন পেলেন? প্রশ্ন জাগতেই পারে। বেশিরভাগ উত্তরদাতা হয়তো বলবেন, আমিনুল ইসলাম এখন আইসিসির এশিয়ান অঞ্চলের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার, হয়তো এ কারণেই।আসলে মোটেও তা নয়, ১৬ বছর আগে, ২০০০ সালের নভেম্বরে নিজেদের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে একমাত্র ম্যাচটি খেলেছিল, সেখানে সেঞ্চুরিয়ান ছিলেন আমিনুল ইসলাম। খেলেছিলেন ১৪৫ রানের অনবদ্য এক ইনিংস।বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে জাগো নিউজে কলাম লিখবেন আমিনুল ইসলাম বুলবুল। এ উপলক্ষে জাগো নিউজ কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য আসেন বুলবুল। এ সময় আলাপকালে তিনি নিজেই জাগো নিউজকে জানান, ‘হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি আরশাদ আইয়ুব ও হায়দারাবাদ রাজ্য ক্রিকেটের অন্যতম প্রাণপুরুষ মানসিং আমিনুলকে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু তাই নয়, হায়দারাবাদ যাত্রার জন্য সৌজন্য বিমান টিকিটও দেয়া হচ্ছে তাকে।প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এবং অধিনায়ক, হায়দারাবাদের কৃতিসন্তান, মোহাম্মদ আজহারুদ্দিনেরও জন্মদিন।আইএইচএস/
Advertisement