দেশজুড়ে

যশোরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহি নিহত

যশোরের শার্শায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সোমবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-সাতক্ষীরা মাহসড়কের শার্শা উপজেলার জামতলা মবিল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, আব্দুল্লাহ, রিক্তা বেগম ও সাইদুর রহমান।নাভারণ হাইওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শার্শার বাগআঁচড়ার জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছলে নাভারণমুখী এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ ওই তিনজনই চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় বাস চালক তাদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সাথে বাসটির ধাক্কা লাগলে কয়েকজন যাত্রীও সামান্য আহত হন।এমএএস/আরআই

Advertisement