ইংল্যান্ডের বিপক্ষে জয়ে বাংলাদেশ ক্রিকেট দল সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আসন্ন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রাথী মোহাম্মদ সাঈদ খোকন।অষ্ট্রেলিয়ার অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।জাগো নিউজকে সাঈদ খোকন বলেন, ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের খেলোয়ারসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।সেই সাথে দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।এসএ/আরএস/আরআই
Advertisement