নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠন নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে গেছে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল।মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।প্রতিনিধি দলে রয়েছেন- গোলাম মুহাম্মদ কাদের, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম প্রমুখ।এর আগে গেল ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে। এইউএ/এনএফ/জেআই
Advertisement