আন্তর্জাতিক

মার্কিন ড্রোন ফিরিয়ে দিয়েছে চীন

গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে চালকবিহীন একটি মার্কিন ড্রোন আটক করেছিল চীন। ওই জলযানটি যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।সাবিক বে থেকে ৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমের যে স্থান থেকে ড্রোনটি আটক করেছিল চীন সেখানেই জলযানটি ফেরত দেওয়া হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই ড্রোনটি ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে চীনের প্রতিরক্ষা দপ্তর। কি কারণে চীন ওই ড্রোনটি আটক করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিজেদের সমুদ্র উপকূলের কাছে সন্দেহভাজন চলাফেরার কারণে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ এনেছে চীন। যুক্তরাষ্ট্র এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করেছিল চীন।এদিকে, মার্কিন ড্রোন আটকের ঘটনায় চীনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক টুইট বার্তায় ট্রাম্প চীনের উদ্দেশে বলেন, ‘আমরা চীনকে বলতে চাই যে তারা যে ড্রোনটি চুরি করেছে সেটা তারা নিজেদের কাছেই রাখুক। আমাদের ফেরত দিতে হবে না। আন্তর্জাতিক জলসীমায় এ কাজ করে চীন একটি নজিরবিহীন কাজ করেছে।’মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাগরে বৈজ্ঞানিক গবেষণার কাজে ওই ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল। টিটিএন/এমএস

Advertisement