পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ ১৫ শতাংশ এবং বোনাস ১৫ শতাংশ লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।২০১৩ সালেও প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময় এই কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ৩৩ পয়সা।বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৪৭ পয়সা। আগের বছর এই ব্যাংকের এনএভি ছিল ৬৪ টাকা ৮৯ পয়সা।উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এমজেড/আরআইপি
Advertisement