পাকিস্তানের করাচিতে মশাবাহিত চিকুনগুনিয়া রোগের পরীক্ষা করতে গিয়ে নতুন এক ধরনের ভাইরাল রোগের সন্ধান পেয়েছেন দেশটির চিকিৎসকরা। করাচির মালির খোখরাপার এলাকার একটি হাসপাতালে ‘করাচিতিস’ নামের নতুন এ ভাইরাস একজন রোগীর শরীরে পাওয়া গেছে। দেশটির জাতীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শরীরে উচ্চ জ্বর ও তীব্র ব্যথা অনুভব করেন। ইসলামাবাদের বিশেষজ্ঞদের সহায়তায় সিন্ধু স্বাস্থ্য বিভাগ এ রোগ নিয়ে গবেষণা করবে বলে জানিয়েছে। এদিকে, করাচি স্বাস্থ বিভাগের পরিচালক ড. ওয়াহিদ পানহার রোববার বলেছেন, রোগটি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ল্যাবরেটরিতে পরীক্ষা ছাড়া এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। তিনি বলেন, প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ ও ফিল্ড এপিডেমিওলোজি ও ল্যাবরেটরি ট্রেইনিং প্রোগ্রামের সমন্বয়ে গঠিত তদন্ত দলের কর্মকর্তারা এ রোগের বিস্তার সম্পর্কে তদন্ত করবেন। নতুন এ ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের ল্যাবরেটরি পরীক্ষা ও বিস্তারিত সাক্ষাৎকার নেবেন ওই কর্মকর্তারা। এসআইএস/পিআর
Advertisement