খেলাধুলা

লড়াই করেই হারলো পাকিস্তান

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। তার চেয়েও বেশি অনিশ্চয়তার দল পাকিস্তান। ব্রিসবেন টেস্টে প্রায় অসাধ্য সাধন করেই ফেলেছিল মিসবাহর দল। তবে তীরে এসে তরি ডোবায় আনন্দটা করা হল না দলটির। যে মাঠে চতুর্থ ইনিংস রান তাড়া করে ৩৭০ রানের বেশি কেউ করতে পারেনি, সেই মাঠে ৪৫০ রান করেও ৩৯ রানের ব্যবধানে হেরে গেলো পাকিস্তান। পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১০৮ রান, অস্ট্রেলিয়ার ২ উইকেট। তবে আসাদ শফিক ছাড়া প্রতিষ্ঠিত ব্যাটসম্যান বলতে আর কেউ নেই। শফিকের অপরপ্রান্তে রয়েছেন ইয়াসির শাহ। আর ইয়াসির শাহকে নিয়ে অনায়াসেই এগিয়ে যাচ্ছিলেন শফিক।  আগের দিনই সেঞ্চুরি করা শফিক তো বটেই, দারুণ আত্মবিশ্বাসী ছিলেন ইয়াসিরও। স্টিভেন স্মিথসহ অস্ট্রেলিয়ানদের চোখেমুখে শঙ্কার ছাপ ছিল স্পষ্ট। এ সময় নতুন স্পেলে দুই মূল বোলার স্টার্ক ও জস হেইজেলউডকে আনতে বাধ্য হন স্মিথ। নতুন স্পেলে এসেই সেই স্টার্কই করে দেন কাজের কাজ। দুর্দান্ত ওই ডেলিভারিতে শফিককে ফিরিয়ে ভাঙেন ৭১ রানের নবম উইকেট জুটি। ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলে হতাশা নিয়ে সাজঘরে ফেরেন শফিক। ওই ওভারেই সরাসরি থ্রোয়ে ইয়াসিরকে (৩৩) রান আউট করে দেন স্মিথ। আর এ রানআউটে ইতি ঘটে দারুণ এই টেস্ট ম্যাচের। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও জ্যাকসন বার্ড।এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪২৯ রানের জবাবে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২০২ রান করে ইনিংস ঘোষণা করে। আর এতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৯০।এমআর/এমএস

Advertisement