হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির দুই মামলায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামসহ অপর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুদকের দুই উপ-সহকারী পরিচালক।রোববার ঢাকার এক নম্বর বিশেষ জজ মো. আতাউর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন। দুই মামলার মধ্যে দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন (১৪/১৬)নং মামলায় সাক্ষী দেন। মামলার জেরার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।আরেক মামলায় দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান (মামলায় নং ১০/১৬) সাক্ষ্য দেন। আদালত মামলার পরবর্তী জেরার জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৭ জুন সোনালী ব্যাংকের হোটেল শেরাটন কর্পোরেট শাখায় (বর্তমানে রূপসী বাংলা) ঋণ জালিয়াতির সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরই দুই দফায় বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ জালিয়াতি সংক্রান্ত দুটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়। যাতে হলামর্ক গ্রুপ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট তিন হাজার ৬৯৯ কোটি ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। অনুসন্ধান শেষে ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় হলমার্ক গ্রুপ কর্তৃক ফান্ডের এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করে দুদক। মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ মোট ২৭ জনকে আসামি করা হয়। আজিজুর রহমানসহ দুইজন মারা যাওয়ায় ২০১৩ সালের ৬ অক্টোবর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে কমিশন।২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ২ মামলার ও ২০১৬ সালের ২৭ মার্চ ৯ মামলার অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। জেএ/এএইচ/পিআর
Advertisement