রাজনীতি

পরোয়ানা নিয়েও বঙ্গভবনে শিমুল বিশ্বাস

একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও বঙ্গভবনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। রোববার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত বিএনপির সংলাপে অংশ নিতে খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।জানা গেছে, গ্রেফতারি পরোয়ানা থাকলেও শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বঙ্গভবন থেকে প্রবেশের পাস দেয়া হয়েছে। তাই কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। তবে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বঙ্গভবনে যাবেন বলে জানা গেলেও তাকে দেখা যায়নি।এর আগেও খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রেসিডেন্টের রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত বৈঠকে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই অংশ নিয়েছিলেন শিমুল বিশ্বাস। তবে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও বৈঠকে অংশ নেয়ার বিষয়ে দলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।প্রসঙ্গত, নির্বাচন কমিশন (ইসি) নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছেন বিএনপি প্রতিনিধিরা। রোববার বিকেল ৪টা ২৭ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন।এমএম/আরএস/পিআর

Advertisement