আন্তর্জাতিক

দুর্ঘটনায় প্রাণ গেলো জেদ্দার ট্রাফিক পুলিশ প্রধানের

রাস্তায় যানজট নিরসনে তার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতো ট্রাফিক বিভাগ। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় এগিয়ে যেতেন তিনি। কিন্তু কে জানতো মহাসড়কে গাড়ির চাপায় প্রাণ যাবে তার? এ রকমই এক দুর্ঘটনার শিকার হয়েছেন সৌদি আরবের জেদ্দার ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মেজর জেনারেল ওয়াসলাল্লাহ বিন ওয়াসিল আল হারাবি।।সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও  সাবেক পরিচালক মেজর জেনারেল ওয়াসলাল্লাহ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আল-শিমায়সির কাছে জেদ্দা-মক্কা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রাফিক বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ওয়াসলাল্লাহকে বহনকারী গাড়ির সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় আহত আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির ট্রাফিক পুলিশ। ট্রাফিক বিভাগের অফিস পরিদর্শনে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে।এসআইএস

Advertisement